আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই ছাত্র!

আমরা কখনই কোনো দোকানে গিয়ে বলি না.." ভাই আমি ছাত্র,আমার প্যান্ট এর দাম টা অর্ধেক রাখেন.." আমরা কখনই বসুন্ধরা সিটি তে গিয়ে ২০০ টাকার শার্ট ১০০০ টাকা দিয়ে কিনেও বলি না.."ওই বেটা আমি ছাত্র,অর্ধেক দাম রাখ,নইলে সব ভাঙ্গায়ে ফেলমু.." আমরা শুধু বাসের হাড্ডি সর্বস্য হেলপারের দিকে চোখ রাঙিয়ে বলি," ওই বেটা অর্ধেক ভাড়া রাখ আমি ছাত্র.."আমি ছাত্র...আমি ছাত্র..আমি ছাত্র.. আমাদের মত ছাত্র দের স্লোগান হওয়া উচিত,"অক্ষমতা প্রকাশের দুরন্ত সাহস"। এখন অনেকেই এসে পাকনামি মার্কা কথা বলবে।তাই আগেই বলে নেওয়া ভালো, ভাই কে ধনী কে গরিব, কে বসুন্ধরা সিটি যায়, কে যায় না, এটা বিষয় না ..বিষয় হলো আমরা যারা ছাত্র তাদের মানসিকতা। দুর্বল কে চোখ রাঙানো আর সবলের চোখ রাঙানো সহ্য করা ..এখানে এটাই বুঝানো হয়েছে যে আমরা কেবল দুর্বল দের ওপর অধিকার ফলাতে প্রস্তুত আমাদের ছাত্রত্ব কে অবলম্বন ধরে। আমরা কেবল ছাত্র হই বাস, রিক্সা এসবে আর পারি নিলখেত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মারামারি ও ভাংচুর করতে। ও হ্যাঁ যুগ এর সাথে তাল মিলিয়ে ইভ টিজিং ও আমরা করি। যে আমি ছাত্র জীবন থেকেই বড় হচ্ছি গরিব কে চোখ রাঙিয়ে, সে আমার কাছ থেকে দেশ ভবিষ্যতে কি আশা করতে পারে ..? কি আশা করতে পারে পথের শিশু, ডাস্টবিনের মাঝে খাবার খোজা মৃত্যু পথ যাত্রী বৃদ্ধা..? এর উত্তর আমার নিজের ই জানা নেই। মনে পরে গেলো পুরানো কথা, সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙ্গালী করে- মানুষ করোনি !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।