সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
তোতন মিয়ার বাবা মারা গেল রাতে,
গাঁয়ের বুড়োরা এসে জড়ো হলো শান্তনা দিতে তাকে।
বলল বুড়োরা,‘কাঁদিস না বেটা,শোনরে ও তোতা বাপ,
এক বাপ গেছে তাতে কি হয়েছে, আমরাই তোর বাপ।’
কিছুদিন পর মা-ও মারা গেল দারুন পক্ষাঘাতে,
গাঁয়ের বুড়িরা চলে এল, তোতা কষ্ট না পায় যাতে।
শান্তনা দিয়ে বলল বুড়িরা,‘কষ্ট পাসনে তোতা-
এক মা গিয়েছে তাতে কি হয়েছে আমরাই তোর মাতা।’
এর কিছুদিন পরে,
একদিন হুট করেই তোতার বৌটাও গেল মরে।
গাঁয়ের কেউই আসেনাকো আজ শান্তনা দিতে তারে।
বোঝেনাকো তোতা,একেমন কথা,কেন আজ আসেনা কেউ
বলেনাতো এসে,‘তোতা কাদিসনে,আমরাই তোর বৌ !’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।