পথে বেরুলেই একঝাঁক নিস্পাপ হাত এগিয়ে আসে !হয়তো অর্থের জন্যে ,নয়তো বা একটু খাবারের আশায়,একটু সহায়তার আশায় এ হাতগুলো মেলে ধরা।কেউ কেউ আবার সাহায্যের ধার ধারে না , তারা নিয়ে আসে আমাদেরই কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য যা থেকে উপার্জিত টাকায় হয়তো তাদের সংসার চলে।মেলে ধরা হাতগুলো আর মায়াময় ওই মুখগুলো অদ্ভুত শূণ্যতায় ভরা, তাদের করূণ চাহনি আঘাত হানে মনে , কেমন যেন অসস্তি ভর করে আমাতে,ভীষন অসস্তি !নিজেদের অক্ষ্মতার জন্য ক্ষোভ জাগে মনে, আর মনে হয় এই আমাদের কাঙ্খিত স্বাধীণতা যা কিনা আমরা অপরিমেয় রক্তক্ষয়ী যুদ্ধ শেষে পেয়েছিলাম !এরই নাম কি স্বাধীণতা ?এ কি হতে দেয়া যায়?আমরা কি পারি না ঐ হাতগুলোতে নির্ভরতার পরশ দিতে ?না পারার তো কিছু দেখছি না ,আমরাই না সেই জাতি যারা কিনা এক সাগড় রক্তের বিণিময়ে বাংলার সবুজ মাটিতে রক্তিম লালা বৃত্তে স্বাধীণতা একেছিল!
আমরা সেদিন ও পেরেছিলাম আজও পারব নিশ্চই!পারব ওই হাতগুলতে ভিক্ষার থালা আর সস্তা বিক্রয় পন্নের পরিবর্তে পাঠ্যবই তুলে দিতে, আরো পারব ঐ চোখগুলোর শূণ্যতা দূর করে জঙ্গানের আলো জ্বেলে দিতে , ঐ মায়াময় মুখগুলোকে তৃপ্তি আর আনন্দে ভরে দিতে। পারবই তো আমরা !আমাদের ই তো পারার কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।