অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে কখন থেকে কোথায়, দূরত্ব সমান্তরাল এখান থেকে ওখান, সঙ্গোপনে কত আড়াল বর্ণ থেকে বর্ণহীন মেঘলা খুব একলা দিন বর্ণহীন চৌকো ঘর আজ ধূসর গল্প আঁকে জেনেছি সমস্ত রঙ জমা থাকে আরেক চোখে খুব কোথাও খুব নিকট, অন্তহীন অন্তরাল কোথায় তুমি কাটবে এই, স্থান কালের যৌথ জাল দৃশ্য থেকে দৃশ্যময় দৃষ্টিও কি একলা হয় দৃশ্যহীন শব্দহীন দীর্ঘ রাত জেগে থাকে জেনেছি সমস্ত সাধ জমা থাকে আরেক বুকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।