ডুবোজ্বর
জেনেছি গহ্বরের মানে ও একটি
১৬১২১০
কখনো আমরা সবাই গিয়েছিলাম
সবাই ফিরেছিলো
আমি থেকে গিয়েছিলাম
সে এক তীব্র সুড়ঙ্গপথ ছিলো
শৈশব উড়িয়ে ফিরতে গিয়ে শাখাগহ্বর
নখের পাঁকে লেগেছিলো লালচেমাটি
মাটিরঙ নৈসঙ্গ
জামার পকেটে উদগ্র পিছুটান
ইচ্ছেও ছিলো
গহ্বর রেখে দিলো আরো শবছর
অবিশ্রাম ছলনৃত্য
তীর্থের হাড়গোর লবঙ্গের কাঁটা ও ভাঁজ
পতঙ্গের ললিত চঞ্চু
মসলিন চুম্বনের ছায়ায় ব্যাকুল ফাটল
বুক কেমন করা উরুর প্রতিমাকল্প
ম্যামথের কঙ্কালপ্রমাদ
বাৎসায়নের গোপনকলম
পাঁচখানি শিকিপাখা অমৃত কলঙ্ক
নয়টি বাঁশের কঞ্চি শিমের পাতা
তিনটি ফাউন্টেন পেনে রাতের কালিমা
একটি ঝর্ণাকলমে রাখা চোখের কাজল
আমার ছখানি ছোঁয়া প্রত্নস্তনে
হিপপকেটে সুতীব্র পিছুটান
দুখানি গানের ইচ্ছে হলে থেকে গিয়েছিলাম
ফিরে যাওয়া তারা স্মৃতিশব
কখনো সবাই গিয়েছিলাম
তারা জানে না বলেই আমি জেনেছি
জেনেছি গহ্বরের মানে ও একটি প্রমাণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।