প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯)
আমি তো জানতাম না এসবকেই প্রেম বলে
এই রাতের ভেতর তোমার কাছে
নিজের সবকিছু শর্তহীন তুলে দেয়ার নাম প্রেম
সে আমাকে কেউ বলে দেয় নি
আমি জানতাম না তোমার চোখের দিকে তাকিয়ে থাকা
তোমার হাসি দেখবো বলে পুরোটা বিকেল নিষ্ফল চেষ্টা
বৃষ্টি ভেজা কবিতার মত ভিজে জবজবে রাস্তায়
পাশাপাশি হেঁটে যাওয়া আর তারপর হঠাত
চুম্বনেচ্ছা আড়াল করে হাত ছুঁয়ে দেয়ার নাম প্রেম
আমি জানতাম না
তোমার তুমিকে আমার আমি করে ভেবে নেয়ার নাম প্রেম
আমি জেনেছি অবশেষে কাকডাকা এক ভোরে
যখন দীর্ঘ রাতজাগা ক্লান্তি নিয়ে তুমি ফিরে গেছো
আমার থেকে যোজন দূরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।