আমাদের কথা খুঁজে নিন

   

শৈশবের মাঠে যা যা জেনেছি-শিখেছি

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

অনেক আবেগঘন রাত এলে আমি পৃথিবীর সব আয়োজন থেকে আড়াল নিয়েছি, চোখ ঢাকতে পকেটের পোষা অন্ধকার মুখোশের মতো পরেছি নিঃসংকোচে... অনেক আবেগঘন রাতে আমি ভয় পেয়ে সিটিয়ে থেকেছি অনেক অভ্যন্তরে যতোটা ভেতরে গেলে নিজের থেকেও সাবলীল সহজ লুকিয়ে থাকা যায়... আবেগের ঘনঘটা আমারেও সবার মতোন করে দ্যায়, হুদাই সবাই হয়ে বেঁচে থাকা যন্ত্রনার, সেই শৈশবে জেনেছি... শৈশবের পাঠক্রম মেনে একা মাঠে আরো একা হয়ে যেতে চাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।