আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা শীতে আমার পা’দুখানি

আমার না বলা যত কথা শিউলি ফোটা কোনো এক ভোরে কচি ঘাসের মাঝে মুক্তো দানার মত বিছানো শিশিরের উপরে আস্তে রেখে দিলাম পা’দুখানি; ভোরের শিশির ও পায়ের হল ভাব আর দুষ্ট চোখের কানাকানি! ভোরের শিশির হারিয়ে ফেলেছি নিজেকে তোমার মাঝে; চুপিসারে কোনো ঘাস ফুল যদি ডাকে আমাকে, দিয়ো না দিয়ো যেতে- ভেজা শীতে আমার পা’দুখানি যতই আসুক বাধা দেখি না কে আছে এমন পারো যদি, এবার ফেরাও মোরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।