বাংলার আলো-জলে ধূলো মেখে বেড়ে ওঠা মুক্তি
ভাবছি আজ অনেক কথা লিখব।
কিন্তু সব কথা চোখের সামনে গোল¬াচ্ছুট খেলছে,
মুঠোবন্দী করতে পারছি না।
অনেক ইচ্ছা ছিল ,.. স্বপ্ন ছিল,.. ছিল প্রত্যাশা,...
সবুজ ঘুড়ি সূতা ছিড়ে উড়ে গেছে অনেক দূরে ।
হারিয়ে গেছে তা অসীম নীলাকাশে বেদনার বিষে।
মূহূর্তগুলো যেন ছেড়া ছেড়া মেঘ।
সময় আড়াল থেকে মুচকি হাসে,..অতঃপর...
কতদিনের চেনা মুখগুলো যেন অচেনা ঠেকে ।
সম্পর্কগুলো এখন অংকের মতো।
একটু ভূল থেকে সব শূণ্য...............শূণ্য।
আবেগের নদীতে যেন চর নেমেছে।
সেই থর থর কাঁপা কাঁপা চোখে নেই কাব্যের স্নিগ্ধতা-
আছে গদ্য,জটিল সব কথা সাহিত্য
.........আর গাণিতিক অসম সমীকরণ।
নিয়ন আলোয় রাত্রি ছুঁয়ে ছুঁয়ে আড্ডাবাজি
স্বপ্ন বুনন
স্বপ্ন উড়ানো
কথার পিঠে কথার প্রজাপতি
সব নিরব নিথর।
ইর্ষার বিষে ডুবে আছে সম্পর্কের শেকড়। ।
বলতে পারো,
কতোটা ইর্ষা জমা হলে দুরত্ব বাড়ে ??
অতঃপর
ভূলে গেছি.....যাচ্ছি..
অতীত কে
অতীতের স্বপ্নকে।
কতকিছুই আমাদের ভূলে যেতে হয়!!!!!
এখন,রোদ্দুর জড়ানো একটা সুন্দর দিনের প্রত্যাশায় প্রতিদিন ঘুম থেকে উঠি।
।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।