"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
ভেজা চোখ
"আমার চোখ ভিজে যায় জলে",
এমন করে কেউ যদি আজ বলে;
আমি রইবো বসে সকাল দুপুর তারই পথ চেয়ে,
আসবে তুমি? এসো না হয় ফাগুনের গান গেয়ে।
দেখা হবে তোমার সাথে চেনা পথের বাঁকে,
শিশির ভেজা ঘাসফুলেরা স্বপ্ন যেথায় আঁকে।
ইচ্ছে হলে দাঁড়িয়ে থেকো সন্ধ্যাপ্রদীপ হাতে,
আসবো আমি শ্রাবণ মেঘের বৃষ্টিভেজা রাতে।
(একজন ব্লগারের লেখায় অনুপ্রণিত হয়ে)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।