আমাদের কথা খুঁজে নিন

   

ভেজা মন

সময় খুব কম, যত পারেন ভালো কাজ করুন স্বপ্নালী সৈকতে তুমি আমি সঙ্গোপনে ভেজা মন মানেনা বারন-তোমায় বিহনে। স্বপ্ন ছিল একা, ভাবিনি হবে দেখা হলাম দুজন, স্বপ্ন মেললো পাখা। অবুঝ ছিলাম, আঁকাবাঁকা অচেনা পথ শেখালে বুঝতে, নিলাম দুজনে শপথ। ঝিরিঝিরি হাওয়া, উথাল-পাথাল ঢেউ অনন্ত প্রেম-ভালোবাসা, তুমি আমার হও! বুঁনো মানুষ, বোঝেনা মন বোঝেনা ভাষা আমি বুঝেছি ভালোবেসেছি তোমায়- নিয়ে বুক ভরা আশা। আকাশ ভরা মেঘ, ঝরবে ফল্গুধারা সবুজে সবুজ ঘাস, এলোমেলো সবাই দিশেহারা! নিভু নিভু আলোর মাঝে তোমাকে খুঁজি চারিদিকে অগণিত মানুষ, তোমায় হারালাম বুঝি!! ___________________________

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।