যদিও মানুষের জীবন একটি নির্দিষ্ট গন্তব্যের দিকে ধাবমান আর এই গন্তব্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলার পথের মাঝের সময়টুকু আমাদের জীবনকে মহিমান্বিত করে রেখেছে নানারকম বৈচিত্রতা, তথাপি এই বৈচিত্রতার মাঝে কখনও বিস্মৃতির অতলে হারিয়ে যায় মনের মাঝে লালিত অনেক স্বপ্ন ; হারিয়ে যায় জীবনের ছন্দ ; থেমে যায় গতিশীলতা ; হারিয়ে যায় ভালবাসা ; মনে হয় স্বপ্নের পৃথিবীটা উল্টে গেছে, আবার এক সময় সবকিছু স্বাভাবিক মনে হয় ; কারণ সবকিছু স্বাভাবিক হয়ে যায়, এজন্যই বুঝি সবাই বলে " জীবন জুয়া খেলার মতো " ; এ খেলায় কখন জীতবে ; কখন হারবে বলা মুসকিল, তাই বোধ হয় বৈচিত্র্যেভরা এই জীবনের সঠিক অর্থ কেউ বলতে না পারলেও সবাই জীবনকে ভালবাসে, কারণ জীবনকে ভালবাসার জন্য যে সাহসের দরকার ; তা শুধু মানুষেরই আছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।