আমাদের কথা খুঁজে নিন

   

জীবনকে কাছে টানতে চায় মন

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
প্রতিটি ঘুম ভাঙা সকাল জীবনকে কাছে টানে যেমন সূর্যটা রোদ ঢেলে কাছে টানে ভূবন ভূমি অথচ আমার মনে রোদ নেই বা ওরকম কিছু; সূর্যের ফিউশন এবং ফিশনের বাধ্যবাধ্যকতায় ভোগেনা আমার মন, অত নেই তেজের পরমাণু ...অত কেনো?-শূণ্যতায় কিছুই থাকেনা কখনও, অথচ মন সে আমার সেই শূণ্যতার মুরীদ বহুকাল; সেকালে তারুণ্য পেরিয়ে যৌবনের সাধনাও ইতিহাস। তবুও প্রতিটি ঘুম ভাঙা সকালে জীবনকে কাছে টানে... চোরাবালি চেনোতো, অথবা শূণ্যতার উল্টোটান নীতি! সেরকম টান প্রতিটি সকালে মনের ভেতর আমার যদিও উদ্দেশ্য জীবনকে টেনে আনা কাছে- ভেতরে; শূণ্যতায় যদি জীবনের পরতে পরতে লুকিয়ে থাকা অনু পরমানু দিয়ে শুরু করা যায় ফিউশন এবং ফিশন, যদি আনা যায় শূণ্যতায় ভরা মনে তেজের উর্বরতা যা দিয়ে রোদ ছড়াবে মন, টানবে কাছে স্বপ্নের ভূবন। অথচ প্রতিটি ঘুম ভাঙা সকালে শূণ্যতার উল্টোটান- কষ্ট হয়ে দু'চোখ বেয়ে জল হয়ে ঝরে পরে আর জীবন সে জল মুঝে দিয়ে যায় ক্ষণিক আবেগে, যদিও টানের সম্মুখপ্রভাবঅভাবে বসতে পারেনা মনের শূণ্যতায়। ৩১/১/২০০৯
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.