শাফিক আফতাব--------- আমি একটি জীবনকে নষ্ট হতে দেখলাম কাতরাতে কাতরাতে প্রাণ ছেড়ে দিলো সে কোনোদিন কারো কাছে করুণা মাগেনি সে সবটা সময় অধিকারের কথা বলেছিলো নীতি আর আইনের কথা বলেছিলো মনুষ্যজীবের জন্মের কথা বলেছিলো বলেছিলো মানুষের যদি মানবতা না থাকে সে তো সমাজের কলঙ্ক। তার কথা কেউ শোনেনি অবশেষে সে এই সমাজ এই দেশের রীতি আর নীতির যাঁতাকলে পিষ্ট হয়ে নষ্টের অতলতলে ডুবে গেলো। ফুলের মতোন জীবন তার জীবনের সকল আশা, আহলাদ, যমুনার জলে ভাসিয়ে দিয়ে রূঢ় বাস্তবতার কাছে সর্মপণ করলো তার আর কোনো সাধ নেই তার জীবনের কোনো আস্বাদ নেই। ২৬.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।