আমাদের কথা খুঁজে নিন

   

আমরা'ই আমাদের জীবনকে কঠিন করছি

আমি কবি হতে আসিনি, প্রেম দিতে এসেছি, প্রেম পেতে এসেছি

আমাদের দেশে শহর বা শহরতলীর তুলনায়, গ্রাম এলাকা অনেক বেশী । এই শহরে যারা বাস করি, তারা বিষন্নতায় ভুগি, ভুগি অনিদ্রা সহ আরও অনেক মানসিক সমস্যায় । খূঁজতে থাকি সুখ । দেয়ালে থাকি বন্দী, দেখিনা আকাশ । আর যারা থাকে গ্রামে, তাদের প্রয়োজন হয়না কিছু । হয়তো তোমাদের মত সুখ নেই, তাই বলে দূঃখেও তারা ভেসে যায়না । হয়তো নেই ঝকঝকে আলো, তবু হারিকেনের আলো’ই বা কম কি । তুমি হয়তো বলবে, আমার এখন কি ফিরে যাওয়া যাবে? তোমার জীবন তুমি জান । বন্ধু আজ থেকে ২০০ বছর আগে, যখন শহরও গ্রাম ছিল, তখন সুখ তারা খূঁজতো না কারণ, সুখে থেকে সুখে খোঁজার কোন মানে হয় না ...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।