দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
আইফেল টাওয়ার শুধু প্যারিসের সবচেয়ে মূল্যবান স্থাপনা নয়, এটা এখন সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে মূল্যবান স্থাপনা হিসেবে মনোনীত হয়েছে।
ইতালির মঞ্জা অ্যান্ড ব্রিয়াঞ্জা চেম্বার অব কমার্স পরিচালিত নতুন গবেষণায় বলা হয়েছে, আইফেল টাওয়ারের বর্তমান মূল্য ৫৪ হাজার ৪০০ কোটি ডলার। ইউরোপের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার চেয়ে এর মূল্য
বেশি। রোমের কলিসিয়ামের দাম ৯ হাজার কোটি ডলার, মিলানের ডুয়োমের দাম ৮ হাজার ১০০ কোটি ডলার, দ্য টাওয়ার অব লন্ডনের দাম ৭ হাজার কোটি ডলার, মাদ্রিদের প্রাডো জাদুঘরের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার এবং ব্রিটেনের স্টোনহেঞ্জের দাম ১ হাজার কোটি ডলার।
ইউরোপের বাইরে বিশ্বের সবচেয়ে মূল্যবান স্থাপনা ওয়াশিংটনে অবস্থিত হোয়াইট হাউস।
এর দাম ১০ হাজার ১০০ কোটি ডলার। আইফেল টাওয়ারের চেয়েও এর দাম কম।
যদিও এসব স্থাপনা প্রকৃতপক্ষে বিক্রির জন্য নয়, তবে এর মূল্য নির্ধারণ করা হয়েছে নিজ দেশে স্থাপনাগুলোর অন্তর্নিহিত মূল্য কত, বছরে কত পর্যটক এসব স্থাপনা পরিদর্শন করেন এবং পর্যটনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশ কত আয় করে তার ওপর ভিত্তি করে।
১৮৮৯ সালে যখন ১০৬৩ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণ করা হয় তখন এটি বেশ বিতর্ক তৈরি করে। তাই এমনভাবে একে নির্মাণ করা হয়েছিল যাতে সহজেই এটি ভেঙে ফেলা যায়।
২০১১ সালে ৭০ লাখ লোক আইফেল টাওয়ার পরিদর্শন করেন। সূত্র : এবিসি নিউজ নেটওয়ার্ক।
তথ্যসূত্র-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।