আমাদের কথা খুঁজে নিন

   

আইফেল টাওয়ারের ৬০ টি ছবি।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ কেমন আছেন সবাই। ফাস্টডেসটিনেশন ফ্রান্কফোর্ট, ১৮+ সিটি এ্যামস্টার্ডম শান্ত শহর ''রোটারডাম'এর পর আপনাদের জন্য নিয়ে এলাম আইফেল টাওয়ার। এই পর্বে আপনাদের জন্য রয়েছে নিজ হাতে তোলা ৬০ টি ছবি। যা টাওয়ারের উপর থেকে বিভিন্ন এ্যান্গেলে টাওয়ার এবং শহরের ছবি এবং শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ভিন্ন এ্যান্গেলে টাওয়ারের ছবি।

আশাকরি আপনাদের ফ্রি আইফেল টাওয়ার ট্যুর হয়ে যাবে। ১) ফ্রান্সের জাতীয় দিবষের সন্ধায় বিশাল কনসার্ট। ২) জাস্ট ফান। ৩) সাহায্য প্রার্থী। এর সাথে আমি কুলাকুলি করেছিলাম।

৪) ছবি গুলো আমার হাতেরই তুলা তার প্রমান স্বরুপ । ৫) ভেরি চমৎকার কিছু ঝর্ণা আছে এইখানে। ৬) টাওয়ারের সামনে। এক ভদ্রমহীলা শিশুদের খেলা দেখিয়ে আনন্দ দিয়ে কিছু সাহায্য পায়। মুখে বা ঈশারায় কখনো চায় না।

সামনের রাখা বক্সে যার খুশি কিছু দেয়। ৭) রিভার ক্রুজ। ৮) হা হা হা, এই টেম্পু কোথা থেকে আসছিল বুঝতে পারছিলাম না। ৯) ১০) একেবারে টাওয়ারের নিচ থেকে টাওয়ারের মাথা। ১১) পিছন সাইডের বাগান থেকে তুলা।

১২) ১৩) সন্ধার পুর্ব মুহুর্ত। ১৪) সন্ধা নেমে আসছে। ১৫) সন্ধার মুহুর্তটা অনেক রোমান্সকর। ১৬) ১৭) চারটি পিলারের একটি। ১৮) টাওয়ারের এই পিলারট দিয়ে হেটে উপরে উঠার সিড়ি।

অন্য আরেকটি পিলার দিয়ে লিফটে উপরে উঠার সিড়ি। হেটে উঠলে ৪ ইউরো। লিফ্টে উঠলে ৮ ইউরো। ১৯) লিফ্টের পিলারে বিশাল লম্বা লাইন, তাই আমি হেটেই উপরে উঠতে মনস্থ করলাম। যাতে করে ভাল করে আপনাদের জন্য ছবিও তুলতে পারি।

২০) মাঝে মাঝে লাইট। ২১) কোন ঝালাই নেই। মুল টাওয়ার শুধু নাট বাল্টুর সাহায্যে তৈরি করা হয়েছে মনে হলো। ২২) ২৩) ২৪) মোট তিনটি ফ্লোর। প্রথম ফ্লোর থেকে পিছনের দিকের গার্ডেনের ছবি।

২৫) সিড়ি। ২৬) গার্ডেন। ২৭) গার্ডেনের ডান পাশের শহর। ২৮) ২৯) গার্ডেনের বাম পার্শ্বের দৃশ্য। ৩০) টাওয়ারের মুল পার্শ্বের বাম পাশের নদি।

৩১) ৩২) ৩৩) ৩৪) টাওয়ারের ঠিক সামনের দৃশ্য। অনেক দুরে বেশ কিছু লম্বা বিল্ডিং দেখা যাচ্ছে। ঐটি ফ্রান্সের এক মাত্র আধুনিক শহর। নাম তার ''লাদিফন্স''। আরেকদিন ঐ শহর নিয়ে পোষ্ট দিব ইনশাল্লাহ।

৩৫) ৩৬) ৩৭) ফাস্টফ্লোর থেকে একটি পিলারের দৃশ্য। ৩৮) ৩৯) ফাস্টফ্লোর থেকে সরাসরি নিচের দৃশ্ব। দেখেন মানুষ গুলো কত ছোট দেখাচ্ছে। ৪০) সেকেন্ড ফ্লোর থেকে একেবারের উপরের ফ্লোরের নিচের দৃশ্য, ভিতরের সাইড। ৪১) সেকেন্ড ফ্লোর থেকে একটি পিলার।

৪২) আরেকটি পিলার। ৪৩) সেকেন্ড ফ্লোর থেকে নদি এবং মাঠের দৃশ্য। ৪৪) সেকেন্ড ফ্লোর থেকে টাওয়ারের মাথা, বাহিরের সাইড। ৪৫) সেকেন্ড ফ্লোর থেকে সামনের দৃশ্য। ৪৬) ৪৭) সেকেন্ড ফ্লোর থেকে ফাস্টফ্লোর এবং নিচের দৃশ্য।

৪৮) সেকেন্ড ফ্লোর থেকে পিছনের বাগান। ৪৯) ৫০) লাল রঙের ওটাই লিফ্ট। ৫১) ৫২) ৫৩) আমার মত দর্শনার্থী। ৫৪) ৫৫) টাওয়ার থেকে ঢাকা বাংলাদেশের দুরত্ব। একেবারে উপরের ফ্লোরে সমস্ত স্বাধীন দেশের পতাকা এবং টাওয়ার থেকে তার দুরত্ব দেয়া আছে।

সকল দর্শনার্থীই নিজ দেশের পতাকা খুজে বের করে তার নিচে দাড়িয়ে ছবি তুলে নেয়। আমিও বাদ যাইনি। ৫৬) এখুনি নামবে সন্ধা। ৫৭) ধিরে ধিরে শহরের লাইট জ্বলতে শুরু করল। ৫৮) নাদির পারের দৃশ্যটি তখন অপুর্ব হয়ে যায়।

৫৯) টাওয়ারের লাইটও জ্বলে উঠেছে। ৬০) অনেক দূর থেকে টাওয়ারের দৃশ্য। এই আপনারা বোর তো হচ্ছেন না????  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.