আমাদের কথা খুঁজে নিন

   

আইফেল টাওয়ার

পৃথিবীর সবচেয়ে দামি স্থাপনা ফ্রান্সের আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার শুধু প্যারিসের সবচেয়ে মূল্যবান স্থাপনাই নয়, এটি এখন সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে মূল্যবান স্থাপনা। ইতালির মঞ্জা অ্যান্ড ব্রিয়াঞ্জা চেম্বার অব কমার্স পরিচালিত নতুন গবেষণায় জানানো হয়, আইফেল টাওয়ারের বর্তমান মূল্য ৫৪ হাজার ৪০০ কোটি ডলার। ইউরোপের অন্যান্য ঐতিহাসিক স্থাপনার চেয়ে এর মূল্য

বেশি। এদিকে ঐতিহ্যগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও রোমের কলিসিয়ামের দাম ৯ হাজার কোটি ডলার, মিলানের ডুয়োমের দাম ৮ হাজার ১০০ কোটি ডলার, দ্য টাওয়ার অব লন্ডনের দাম ৭ হাজার কোটি ডলার, মাদ্রিদের প্রাডো জাদুঘরের দাম ৫ হাজার ৮০০ কোটি ডলার এবং ব্রিটেনের স্টোনহেঞ্জের দাম ১ হাজার কোটি ডলার।

এসব স্থাপনার মূল্য নির্ধারণ করা হয়েছে নিজ দেশে স্থাপনাগুলোর অন্তর্নিহিত মূল্য কত, বছরে কত পর্যটক এসব স্থাপনা পরিদর্শন করেন এবং পর্যটনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশ কত আয় করে তার ওপর ভিত্তি করে।

১৮৮৯ সালে যখন ১০৬৩ ফুট উঁচু আইফেল টাওয়ার নির্মাণ করা হয় তখন হয়তো কেউ ভাবেনি এটি বিশ্বের সবচেয়ে দামি স্থাপনা হতে যাচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত আইফেল টাওয়ার পুরো ইউরোপের অন্যতম আকর্ষণীয় স্থাপনাও বটে। ১ হাজার ৬৩ ফুট উচ্চতার আইফেল টাওয়ার দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৮০ লাখ পর্যটক প্যারিস ভ্রমণ করেন। বিশ্ববাসীর কাছে ফ্রান্সকে আরও পরিচিত করে তুলেছে এই বিখ্যাত স্মৃতিস্তম্ভ।

ফ্রান্সের অর্থনীতিতে অসামান্য অবদান রাখছে আইফেল টাওয়ার। ইউরোপের অর্থনৈতিক মন্দায় ফ্রান্সও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বিশেষ স্থাপনাটি না থাকলে সে ক্ষতির পরিমাণ যে আরও বড় অঙ্কের হতে পারত বলেই মনে করেন অনেকে। শুধু আইফেল টাওয়ার দেখতে যাওয়ার কারণে পর্যটন খাত থেকে ফ্রান্সের অতিরিক্ত প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি ডলার আয় হয়। ইউরোপের মধ্যে ইতালির রোমে অবস্থিত আরেকটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা কলোসিয়াম আইফেল টাওয়ারের নিকটতম প্রতিদ্বন্দ্বী।

কলোসিয়ামের তুলনায় প্রায় ৫ গুণ বেশি আয় হয় আইফেল টাওয়ার থেকে। আর ব্রিটেনের টাওয়ার অব লন্ডনের তুলনায় আইফেল টাওয়ার থেকে আয়ের পরিমাণ ৬ গুণ। ফ্রান্সকে এক অন্য উচ্চতায় পেঁৗছে দিয়েছে অনন্য এই আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের আবেদন এখনো কমেনি এক বিন্দু। এখনো অসংখ্য পর্যটক নিয়মিতই এই টাওয়ারটি দেখতে ভিড় করেন।

আইফেল টাওয়ার একই সঙ্গে ফ্রান্স এবং পুরো ইউরোপের একটি দর্শনীয় স্থান। এই টাওয়ারের রাতের বেলা সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.