ক্ষুধার্ত থেকো, বোকা থেকো এটা নেই কেনো , ওটা নেই কেনো, জীবনে আমাদের হাজারো অভিযোগ। মোটারা বলে 'আমি চিকন হমু' চিকনা রা বলে ' ইস! যদি মোটা হইবার পারতাম'। গরিব রা হইতে চায় ধনী, আর ধনীরা তো যা আছে তা নিয়ে কখনই সন্তুষ্ট না।
ফালতু ভুমিকার জন্যে দুঃখিত। আজ যার কথা বলতে এসেছি সরাসরি তার প্রসঙ্গে যাই।
ছবিটি দেখুন-
পেং সুইলিন, এখন তার উচ্চতা মোটে ৭৮ সেন্টিমিটার। ২০০৪ সালের ৯ মার্চ একটা মালবাহী ট্রাক তার উপর দিয়ে এমন ভাবে যায় যে পা দুটো সহ প্রায় শরীরের অর্ধেক কেটে ফেলে দিতে হয়।
ডাক্তার রা প্রায় ২ বছরে অনেকগুলো অপারেশনের পর তার দেহের অংশগুলোর কার্যক্ষম করে তুলতে সক্ষম হয়। পেং এসময় তার দেহের অন্য অংশের এক্সারসাইস করত, এমনকি দাঁতব্রাশ,মুখ ধোয়াটাও নিজে নিজে করত।
কিন্তু সবচেয়ে আশ্চর্যের কথা হলো এটা যে প্রায় ১ দশক পর পেং আবার হাটতে শুরু করেছে, এতে স্বয়ং ডাক্তাররাও অভিভূত।
২০০৭ সালে চিনে পুনর্বাসন রিসার্চ সেন্টারের ডাক্তার রা তার দেহে দুটি বায়োনিক পা সংযোগ করে দেন।
দেখুন, পেং পুনর্বাসন রিসার্চ সেন্টারের করিডোরে হাঁটছে।
ওহ, ১০ বছর পর পেং অর্ধ শরীর নিয়ে হাঁটছে।
ডাক্তার কি বলেছে শুনুন, তার ভাষায় পেং তার বয়সের বেশীরভাগ পুরুষের চেয়ে ফিট।
পেং তার নিজস্য একটা দোকান খুলেছে, দোকানের নাম 'অর্ধ মানব, অর্ধ মূল্য'
তাহলে চিন্তা করুন, আমরা শুধু শুধু কেনো নাই নাই করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।