saving the world by sleeping
কেমন করে যেন গিটারের তারটা ছিঁড়ে গেছে । আমি যতবারই চেষ্টা করছি লাগানোর ততবারই ছিড়ে যাচ্ছে । কতগুলো সুতা লাগালাম । কিছুতেই কিছু হচ্ছে না । প্রথমবার একটু জোরেই না হয় টান দিয়েছিলাম ।
হয়তো আমার সুরে একটু বেশী টান ছিল । কিন্তু তার আওয়াজ তোমার কান পর্যন্ত পৌছাল না । হয়ত তুমি অন্যমনস্ক ছিলে । নাহ তা হয় কি করে ? তোমার আসলে ইচ্ছে হয়নি । আমার স্পর্শ তোমার কাছে কাঁটার মতই মনে হয়েছে ।
আমি কিন্তু তোমাকে তোমার মত করে রেখেছি । একটুও মলিন হতে দেইনি । ধূলোরা তোমাকে কখনও বিস্মৃত করে না । তুমি নিত্য ছন্দ তৈরি কর । সেই ছন্দ আমাকে কখনও ক্লান্ত করে না ।
এখন তুমি নীরব । আমি তোমার নীরবতা একদিন ঠিকই ভাঙাব দেখে নিও ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।