আমাদের কথা খুঁজে নিন

   

ছেঁড়া কবিতা (৩)

"চে তুমি বেঁচে ওঠো মোর প্রানে...হৃদপিন্ডে সঞ্চার করো এক ফোঁটা বিপ্লবী রক্ত"

আকাশের ওই তারাটা, মনে ছড়ায় কত ব্যাথা অন্ধকারে বসে একা, ভাবছি আমি তোমার কথা। বরষার জলে, ভেজা নয়নে- মনে পরে কত স্মৃতিকথা নন্দনে ঘর সাজায়েছো তুমি, জানি ফিরে আসবেনা। স্বপ্নঘুড়ি মেলছে ডানা, ইচ্ছে আমার তোমায় দেখা তাই ভাবছি আমি তোমার কথা, জানি ফিরে আসবেনা...আর তুমি। (tuning চলছে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।