আমাদের কথা খুঁজে নিন

   

হলমার্ক তানভীরের জামিন নাকচ

সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির অভিযোগে করা দুর্নীতির ১১ মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। পাশাপাশি রাজধানীর রমনা থানায় করা আরও দুই মামলায় জামিন আবেদন নাকচ করা হয়েছে। গতকাল শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক এ আদেশ দেন। এর আগে আসামি তানভীরের আইনজীবীরা জামিন চেয়ে আদালতে আবেদন করেন। এ বিষয়ে আদালতের পেশকার মো. ইফতেখার হোসেন জানান, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের পক্ষে আদালতে ১৩ মামলায় জামিন আবেদন করেন তার আইনজীবীরা।

শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন। ১৩টি মামলার মধ্যে ১১টিতে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। এর আগে তানভীর ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। জবানবন্দিতে তিনি বলেন, সোনালী ব্যাংক থেকে অবৈধভাবে ঋণ পেতে ব্যাংকের একাধিক কর্মকর্তা ও অন্যান্য রাঘববোয়াল জড়িত রয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। তারা অবৈধ সুবিধা নিয়ে হলমার্ক গ্রুপকে এই ঋণ পেতে সহায়তা করেছে।

এর আগে এই ঋণ কেলেঙ্কারির ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের এমডি ও চেয়ারম্যানসহ মোট ২৭ জনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ১১টি মামলা করে দুদক। মামলার বাদীরা হলেন দুদকের অনুসন্ধান দলের সদস্য জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী, উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, সহকারী পরিচালক মো. মশিউর রহমান, মো. নাজমুচ্ছায়াদাত, উপ-সহকারী পরিচালক মো. মজিবুর রহমান ও মুহাম্মদ জয়নাল আবেদীন।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.