আমাদের কথা খুঁজে নিন

   

একজন মিথ্যেবাদী মন্ত্রী

তরল মৃত্যু পান করে সক্রেটিস যে'দিন অমর হলেন, সে'দিন থেকে আমি দার্শনিক ! রোসো!আসল ব্যপার এক্ষুণি এক্ষুনি খোলাসা করছি। তার আগে ছবিটা একবার দেখুন। যে লোকটাকে পুলিশ এমন বেদম প্রহার করছে, সে কিন্তু এলাকার কোনো ছিঁচকে চোর বা পাতি মাস্তান নয়। বড়সড় অপরাধীদের গায়ে হাত দেয়ার সাহস তো পুলিশের নেই! তাহলে কে ছেলেটা?কেন পুলিশ তাকে এভাবে মারছে? ছেলেটা বাংলাদেশের একজন মেধাবী ছাত্র। মেধাবী এবং আত্মবিশ্বাসী।

প্রচন্ড আত্মবিশ্মাস আছে তার যে সে পরীক্ষা দিলে মেডিকেলে চান্স পাবে। তাই পথে নেমেছিল আণ্দোলন করতে। যে দেশে পরীক্ষা না দেয়া বা পেছানোর জন্য আন্দোলন করা দস্তুর , সেদেশে ছেলেটা পরীক্ষা দেয়ার অধিকার পেতে পথে নেমেছিল। তার পুরষ্কার পেতেো অবশ্য দেরী হয়নি । এবার আসি মূল গল্পে ।

আজ সকাল ১০/১১ টার দিকে এটিএন নিউজে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকের একটা স্বাক্ষাৎকার দেখলাম। সেখানে ফোনে এক ছাত্র মন্ত্রীকে জানাল, এতদিন সে (এবং অনেকে) পড়ালেখা করেনি, কারণ মেডিকেলে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার । মন্ত্রী উত্তরে বলছেন 'আমিতো কাউকে পড়ালেখা বন্ধ করতে বলিনি, কারণ তখনো সিদ্ধান্ত হয়নি পরীক্ষা হবে কি হবে না। এখনো বলছি না যে পরীক্ষা হবেই । তবে তোমাদের তো প্রস্তুতি নিয়ে রাখা ঊচিৎ, পরিক্ষা হোক বা না হোক.........' কী নির্লজ্জ মিথ্যা কথা ।

এর আগে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে মন্ত্রী বলেছিলেন , "তোমাদের জন্য সুখবর হল সামনে ভাল করে ঈদ করতে পারবে, সামনে পরীক্ষা নেই, দৌড়াদৌড়ি কর, বেড়াতে যাও, কক্সবাজার যাও, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, সিনেমা দেখো" দেখুন এইখানে মন্ত্রী আবার বলছেন , ' কোচিং সেন্টারগুলো নাকি সব দরজায় তালা দিয়ে চলে গেছে , সরকারতো কোচিং সেন্টার বন্ধ করার কোন ঘোষনা দেয়নি । তারা ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিয়েছে, এখন কেন ক্লাস নিচ্ছে না? '' অথচ এর আগে তিনি কোচিং সেন্টারের বিরূদ্ধে একরকম যুদ্ধই ঘোষণা করেছিলেন। মনে হচ্ছে শেষমেষ ভর্তি পরিক্ষার মাধ্যমেই মেডিকেলে ছাত্র ভর্তি করা হবে। সেই পুরনো কবিতাটা মনে পড়ছে: সেইতো মল খসালি, তবে কেন লোক হাসালি? বি: দ্র:: এর আগে অন্য একটা চ্যানেলে এই মন্ত্রীকে বলতে শুনলাম,'মেডিকেলে পড়লেই কী ডাক্তার হতে হবে? আমার অনেক ছাত্র মেডিকেলে পড়ে ডাক্তারি না করে কবি হয়েছে,উপস্থাপক হয়েছে,অন্য পেশায় গিয়েছে' !!!!!!!!!!!!! আসলেইতো ! মেডিকেলে পড়লেই ডাক্তার হতে হবে কেন? ওদের পেছনে ডাক্তার হওয়ার জন্য নাহয় জনপ্রতি ২০-২২ লাখ টাকা খরচ হচ্ছে জনগণের,তাতে মন্ত্রীর কী? তাঁর বাপের টাকা তো খরচ হচ্ছে না! আমার আপনার টাকায় ডাক্তারি পড়ে কবি হবে লোকজন, আমরা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরব তাতে মন্ত্রীর কী?  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.