আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের বুকে প্রথম ভুটানি জোকাই লামা

ভুটানের নাগরিকত্ব গ্রহনের কয়েক দিনের মাথায় চাঁদের বুকে প্রথম ভুটানি হিসাবে পা রাখলেন উপমহাদেশের খ্যেতিমান বৌদ্ধ বেক্তিত্ব ডা. জোকাই লামা। চন্দ্র পৃষ্ঠ থেকে পাঠান এক বার্তায় জোকাই লামা বলেন, সাব্বে সাত্তা সুখিতা ভবন্তু। রেডিওর মাধ্যমে জোকাই লামার সাথে যোগাযোগ করা হলে তিনি মতিবেদককে বলেন, চাঁদের বুকে ভুটানের পতাকা স্থাপন করতে পেরে আমি আনন্দিত। একজন ভুটানি হিসাবে আমি গর্বিত। আজ ভুটানি জাতির উচ্চতা দশ ফুট হয়ে গেছে।

চাঁদের বুকে প্রথম ভুটানি জোকাই লামা জোকাই লামা জানান, চাঁদ থেকে পৃথিবীর দিকে তাকালে নেপালের লুম্বিনী ও ভারতের কুশীনগর বরাবর দুইটি উজ্জল আলোর বিন্দু দেখা যায়। এ দুটি স্থানে যথাক্রমে গৌতম বুদ্ধ (সাঃ) এর জন্মস্থান ও রওজা মোবারক। আবেগঘন কণ্ঠে জোকাই লামা জানান, তিনি চাঁদের বুকে এখন ত্রিপীটক তেলাওয়াত করছেন। ত্রিপীটক খতম দিয়ে তবেই তিনি পৃথিবীতে আবার ফিরে আসবেন। পৃথিবীর মানুষের উদ্দেশে তিনি কী বলতে চান, এ প্রশ্ন করা হলে জোকাই লামা বলেন, আমি নেপালীদের হুশিয়ার করে দিয়ে বলতে চাই, লুম্বিনী গ্রাম অবিলম্বে ভুটানের কাছে হস্তান্তর করতে হবে।

অথবা মনীষা কৈরালাকে আমার নিকট বিবাহ দিতে হবে। জোকাই লামা হুমকি দিয়ে বলেন, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র লুম্বিনী >মতিকন্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।