আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের আলোয় চাঁদের পাহাড়ে



THIS IS A CHALLENGE !!! MIND IT .............. এই ইভেন্টটি একটি চ্যালেঞ্জ -- ভাল করে যারা হাঁটতে যারা পারেন না তাদের জন্য এই ইভেন্ট না । এই ইভেন্টটিতে যারা অংশগ্রহন করতে চান তাদের ট্র্যাকিংয়ের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে । আমরা আগামী ১৪ই ফেব্রুয়ারী "বিশ্ব ভালবাসা দিবসে " আমাদের ভালবাসার পাহাড়কে ভালবাসতে যাব বান্দরবনের রুমা-বগালেক- দার্জিলিংপাড়া-কেওক্রাড়ং-থাইকংপাড়া-তামলোপাড়া-দুলাচরনপাড়া-সাকাহাফং-তাজিনডং-বোডিংপাড়া-থানচি । রেজিট্রেশনের জন্য শাহবাগ চারুকলার মেইন গেটের সামনে প্রতিদিন সন্ধ্যায আমরা আছি ফোন করে আসুন । রেজিট্রেশন ফি-৪৫০০/= (চার হাজার পাঁচশত টাকা ) ভ্রমণের তারিখ- যাত্রা শুরু-১৪ রাত ফেব্রুয়ারী ২০১১ যাত্রা শেষ- ২১ সকাল ফেব্রুয়ারী ২০১১ যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন -- Contact : Abu Bakkar Siddik-0171-4444330 Robiul Hasan Khan Mona-01711-277250 or 0119-8181-888 & কি কি নিতে হবে- Thinks to Carry ১) ব্যাগ- Bag ২) গামছা- Gamsa ৩) ছাতা- Umbrella ৪) রেইন কোর্ট- Raincoat ৫) অতিরিক্ত 2(দুই) সেট কাপড়- Extra 2 Set Cloth ৬) পানির বোতল- Water Bottle ৭) মানকি ক্যাপ (Monky Cap) ৮) কেডস/ বুট/ মোটা মোজা (Shocks ) ৯) গ্লাভস ( Gloves ) ১০) পলিথিন (Polythin) ১১) সানক্যাপ (Cap) ১২) সানগ্লাস (Sunglasse ) ১৩) সানস্কিন ( Sun) ১৪) টিস্যু (Tissue Toilet Paper ) ১৫) ব্যক্তিগত ঔষধ (Personal Emergency Medicine ) ১৬) টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী (Torch+ Extra Battery ) ১৭) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera + Films + Battery + Mamore Card + Charger ) ১৮) মাল্টিপ্লাগ (Multiplug, small size ) ১৯) শীতের কাপড় (Winter Cloth ) ২০) টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু (Toothpaste + Tooth Brush+ Bath Soap + Shampoo ) প্রতিদিনের কাপড় আলাদা পলিথিনের ব্যাগে করে নিতে হবে ।

ময়লা ফেলার জন্য একটি পলিথিনের ব্যাগ রাখতে হবে (যা ট্যুরের শেষে পুড়িয়ে ফেলতে হবে ) । অনেক নিচের ঝর্না থেকে পানি আনার জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে । প্রচুর পানি পান করতে হবে । ভ্রমণ বাংলাদেশ পরিবারের সাথে ভ্রমণ করতে হলে যে যে নিয়ম মানতে হবে । ১. সর্ব অবস্থায় দলনেতার কথা মানতে হবে ।

ভ্রমণ বাংলাদেশ যেহেতু কোন বানিজ্যিক প্রতিষ্ঠান নয় তাই সকল ভ্রমণে সব কাজে সকল বন্ধুকে সহযোগীতা করতে হবে ২. ভ্রমণ বাংলাদেশ সকল ধর্মের প্রতি সমান সন্মান প্রর্দশন করে । তাই ধর্মীয় আলোচনা করার ক্ষেত্রে সকল বিষয়ে লক্ষ্য রাখতে হবে । ৩. ভ্রমণ বাংলাদেশ একটি পরিবার তাই বড়দের সন্মান ও ছোটদের স্নেহ করে চলতে হবে । ৪. স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কোন কিছু ভ্রমণ বাংলাদেশের ট্যুরে গ্রহন করা থেকে বিরত থাকতে হবে । ৫. ভ্রমণ বাংলাদেশ এর ট্যুরে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা যাবে না ।

তবে দেশের প্রয়োজনীয় সমাধান মূলক কোন পরার্মশ আলোচনা করা যাবে । ৬. যে কোন প্রয়োজন আয়োজকদেরকে জানাতে হবে । ৭. পরিবেশের জন্য ক্ষতিকর কোন কিছু করা যাবে না । ৮. স্থানীয়দের সাথে সুসর্ম্পক তৈরি করতে হবে । ৯. ট্যুরের জন্য কোন প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।

১০ ট্যুরের সকল তথ্য আয়োজকদের সাথে কথা বলে ভালভাবে জেনে নিতে হবে । ১১. সময়মত সকল কাজ করতে হবে । যাত্রা শুরুর সময় কোন প্রকার দেরি করা যাবে না। ১২. নিয়মিত শারীরিক অনুশীলন করে শরীরকে সুস্থ্য রাখতে হবে । শারীরিক সুস্থ্যতার জন্য যে কোন প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে ।

১৩. কোন ট্যুরেই নতুন জুতা/স্যান্ডেল পরা যাবে না । ১৪. অনুমতি ছাড়া কারো কোন ছবি প্রকাশ করা যাবে না । ১৫. সকল প্রয়োজন একটি পরিবারের অংশ হিসেবে আন্তরিকতার সাথে মেটানোর চেষ্টা করতে হবে । ১৬. দল নির্বাচনের ক্ষেত্রে ভ্রমণ বাংলাদেশ এর সিদ্ধান্ত চূড়াঁন্ত হবে । ১৭. ব্যক্তিগত ঔষধ নিজ দায়িত্বে রাখতে হবে ।

যে কোন ধরনের অসুখ থাকলে দল নেতাকে অবহিত করতে হবে । ১৮. বাসের টিকেট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে । বি:দ্র: কোন কিছু প্রয়োজন হলে আগে থেকে জানাতে হবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।