আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের হাট ।


শামীম নাঈম সাইফুর প্রত্যুৎপন্নমতিত্ব মনজুরুল হক জামাল ভাষ্কর কৌশিক অহেতুক অকারণ বিবর্তনবাদী আন্দালীব ছন্নছাড়ার পেন্সিল পারভেজ সুনীল সমুদ্র রুবেল অরণ্য আনাম নির্ঝর নৈঃশব্দ সামী মিয়াদাদ কালপুরুষ লালদরজা রাসেল... হিমালয়৭৭৭ অদ্ভুত আঁধার এক সাজি শিরোনামহীন আইরিন মেঘ নিশা নাজনীন খলিল লীনা মুকুল মুক্তি মন্ডল ফারহান দাউদ ৩২ জন ব্লগারের দেখা এক সাথে, চদ্মনামের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলি। শামীম - খুব ভাল একটা ছেলে, আমার বুক লিস্ট নিয়ে বইগুলি কষ্ট করে এনে দিয়েছে নাহলে আমার এগুলি সংগ্রহ করা হত না এত ভীড়ে। মনজুরুল হক - তিনি গিয়েছেন বইমেলায় উপমার জন্য এবং তিনি তা নিয়েই ব্যাস্ত ছিলেন। তাঁকে জানাই শ্রদ্ধা এবং ভালবাসা। নাঈম - ভাবুক একজন, সারাক্ষণ কি যেন ভাবছিল।

সাইফুর - কষ্ট করে অনেকদূর হেঁটে আমাকে নিরাপদে বইমেলা থেকে বের করে দিয়েছে এজন্য ধইন্যাপাতা। সাজি'পা - সদাহাস্যময়ী একজন মানুষ যার জীবনটা খুব সহজ সরল আছে একজন ভালবাসার মানুষ। সেই মানুষটির পাঠানো ফুল সারাক্ষণ আগলে রেখেছিলেন। শিরোনামহীণ - যাকে আমি বারবার বলছিলাম, তোমার পাশে আমি দাঁড়াবো না কিন্তু দরকার হলেই তার আড়ালেই লুকাচ্ছিলাম। আইরিন - লক্ষী একটা মেয়ে, সহজ সরল।

সেও আমার একটা বই এনে দিয়েছে। পারভেজ - যাকে আমি মনে করেছিলাম খুব গম্ভীর টাইপের কেউ, তিনি আসলে হাসিখুশি একজন মানুষ। প্রত্যুপন্নমতিত্ব - আমি তাকে আরেকবার দেখেছিলাম, ব্লগে বিয়ের দাওয়াত চেয়েও পাইনি, ভবিষ্যতে এমন ভুল যেন না হয় ! রুবেল, অরণ্য আনাম - অনেক সময় দিচ্ছেন, উপমার জন্য। সবাই তা পারে না। আন্দালিব, কৌশিক, জামাল ভাষ্কর, নিঝর নৈঃশব্দ, কালপুরুষ, সুনীল সমুদ্র - উনাদের আমি দেখেই চিনতে পেরেছি, কথা বলে ভাল লেগেছে।

মেঘ - মিষ্টি একটা মেয়ে, মেঘের মতই, এল তার স্টল ছেড়ে কিছুক্ষণের জন্য। ছন্নছাড়ার পেনসিল - মোটেও ছন্নছাড়া নয়। বিবর্তনবাদী, সামীমিয়াদাদ, অহেতুক অকারণ, হিমালয়৭৭৭ - শান্ত টাইপ । প্রিয় নাজনীন আপু - অনেক ধন্যবাদ তাঁর দেওয়া আদর এবং নিমন্ত্রণের জন্য। লীনা, লাল দরজা - এসেছিলেন পরিবার নিয়ে আর নিশা এসেছিল মাকে নিয়ে।

রাসেল...- এসেছেন শুনে কাকে যেন জিজ্ঞেস করে দেখলাম, অনেক আগে উনার একটা ব্লগে মন্ত্যব্য করেছিলাম এবং উনি কি ভেবে এর উত্তর দিয়েছিলেন আজো আমি বুঝতে পারি নাই। মুকুল - আমাদের পরিচয় পর্ব ছিল মজার । মুক্তি মন্ডল - দাঁড়িয়ে ছিলেন আন্দালীবের সাথে। প্রিয় একজন ব্লগার আমাকে বললেন আমার ছোটবেলার ছবিটা সুন্দর। উনার এই অকপট সহজ সরল মন্তব্যে আমি মুগ্ধ।

ধন্যবাদ তাকে। দেখার ইচ্ছা ছিল, জেরী এবং ক খ গ কে। সবার জন্য আমার অনেক ভালবাসা এবং শুভেচ্ছা। অনেক অনেক ভাল থাকবেন সবাই।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।