চাঁদের বাণে মাখামাখি ছিলো অমরাবতীর বনে দু’জনের
মৃণালের সাথে অত:পর খুনসুটি
লুটোপুটি খেতে খেতে ঘাস বিছানায় কোন জোৎস্নায়
কাঁদায় তারে,
সখি সখা পাখি লতা
ঝাউপাতা ছায়া দিয়ে রেখেছিল কবে ।
প্রার্থনা করেছিলে একটি তিল ও চিবুক
আনুক সাত তাড়াতাড়ি নতুন করে
প্রহর কেটেছিল বেলাবেলি চাঁদ সন্ত্রাসে আমাদের
আহা
চাঁদের বাণে মাখামাখি দু’জনের অমরাবতীর বনে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।