আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের গান

তবু চাঁদ ওঠে পুরুষ বীর্যের ঘনত্ব নিয়ে আদিম শীতল নিঃসঙ্গ চাঁদ এই শহরে এই শহরে এক সময়ে রিক্সার টুং টাং শব্দ মিলিয়ে গেলে সঙ্গী হয় ল্যাম্পপোষ্টের আলো তখনও দেখি চাঁদটাকে হরেক তারের জঞ্জালে ঝুলতে পাহারাদারের বাঁশির শব্দের ছন্দে ছন্দে দৈনিক জীবন জীবিকার গন্ধ ছাপিয়ে শরীরের ঘামের গন্ধ নিয়ে মানুষ বাঁচে খোঁজে চাঁদের কলঙ্ক রদ্ধ নবসৃষ্টিতে শুধু সে বা তারা জেগে থাকে শব্দহীন গোরস্থানে খোলা জানালার পাশে দাঁড়িয়ে দেখে নারিকেলের পাতায় চাঁদের আলোর ঝিলিক মুহূর্তে তা হয়ে যায় উদ্ধত তরবারি চাঁদের কসম খেয়ে কারা যেন দিখন্ডিত করতে চায় নগর সভ্যতাকে ধ্বসস্তুপের কিনারায় দাঁড়িয়ে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।