"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
হে চাঁদ-
দূর থেকে দারুন তুমি,
কাছে গেলেই রুক্ষ;
ছোট বেলায় নিতাম টিপ,
এখন মনে দুঃখ।
চাঁদের বুড়ী চরকা কাটে
মিথ্যে কথার বুলি;
এখন কী আর মন ভরাবে,
ঠাকুর মা'র ঝুলি?
চাঁদের আলো বলি সবাই,
সত্যি সেতো নয়;
সূর্য থেকে ধার করা সব,
নিজের আলো নয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।