আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদের ছড়া

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না! ছোট্ট আমার খুকি চাঁদের খোজে মেঘের ফাঁকে দিচ্ছে উকি-ঝুকি অনেক খুজেও চাঁদ না পেয়ে বলছে বাবা শোন- চাঁদ মামাটার দুড়ে কোথাও বাড়ি আছে কোন ? দিনের বেলা পাইনা কেন রাতেই শুধু থাকে, সে ও কি রোজ আমার মতই ড্রইং খাতায় আঁকে ফুল আর পাখির ছবি ! চাঁদ মামা কি ছড়া লেখে তোমার মত কবি ? খুকির কথায় হাসি ! আমার যে চাঁদ রোজ থাকে সে আমার পাশাপাশি তোমার চাঁদটা কোথায় থাকে আমি কি আর জানি, আমার চাঁদটা খুব আদুরে এবং অভিমানি অফিস থেকে লিতে যদি দেরি করি আমি তখন আমার চাঁদটা করে খুব বেশি পাগলামি আমার কথায় অবাক খুকি বলছে আমায় সে কি ! তোমার সে চাঁদ কোথায় থাকে আমায় দেখাও দেখি, আমি তখন খুকিটাকে বুকের সাথে জড়িয়ে নেই এবং বলি এই যে দেখো চাঁদটা আমার কোলে, ছোট্ট আমার চাঁদ খুকিটা আমার বুকে জড়িয়ে থাকে চাঁদের মতই আলো ছড়ায় আনন্দে সুর তোলে ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।