কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... ছোট বেলায় প্রায়সই শুনতে হতো বড় হলে তুমি কি হবে ? তুমি কি হওয়ার স্বপ্ন দেখো। আমি এই বিষয়টি এড়িয়ে গিয়ে বলতাম , আমি একটি স্বপ্ন দেখবো , সত এবং ভালো মানূষ হওয়ার স্বপ্ন । যদিও সেই স্বপ্ন এখনো দেখার সুযোগ হয়ে উঠেনি । তবে আজো সেই স্বপ্ন দেখার আশা বাঁচিয়ে রেখেছি।
স্বপ্ন দেখতে তো কোন টাকা পয়সা লাগে না ।
তখনকার সময় স্বপ্ন দেখার বিষয় খোঁজে পাওয়া বেশ কঠিন ছিল।
অনেকে ডা: ইঞ্জিনিয়ার কত কিছু হওয়ার স্বপ্ন দেখতেন, যা ছিল গতানুগতিক । তাতে অনেকে সফলকাম হতে পারেননি।
স্বপ্ন সাদা কালো সম্প্রচারিত হয় । যদি স্বপ্ন কখনো বাস্বায়ন হয়, তখনই তা রঙ্গিন সম্ভাবনা হয়ে ফুটে উঠে।
আসলে স্বপ্ন দেখাটাই আসল বিষয় , বিষয়বস্তু তার সাথে আরো অনেক বেশী গুরুত্বপূর্ন ।
অনেক মানূষ কাল্পনিক স্বপ্ন দেখে যা কোন দিন বাস্তাবয়ন হবার নয় ।
কিন্তু বাস্তবায়ন যোগ্য সঠিক স্বপ্ন যদি কেউ দেখতে চান দেখুন কত কঠিন হবে।
কারন আপনি একটি বাস্তাবায়ন যোগ্য স্বপ্ন দেখতে হলে, তার সততা এবং নিষ্ঠা খুবই প্রয়োজন। ভালো স্বপ্ন দেখার প্রস্তুতি নিতে হলে আপনাকে একজন ভালো মানুষ হতে হবে।
আপনি যখন ভালো মানুষ হয়ে যাবেন, তখন একটি স্বপ্ন দেখবেন আর আপনি হয়ে উঠবেন অনেকের জন্য স্বপ্নের মানূষ।
একজন ডা: হওয়ার স্বপ্ন দেখলেন , তিনি সরকারের সব সুযোগ সুবিধা গ্রহন করে ডা: হয়ে গেলেন। তিনি তখন স্বপ্ন দেখতে শুরু করলেন রোগির গলা কেটে নিয়ে ৫০০ টাকার ফিস নিয়ে, টাকা বানানোর স্বপ্ন , যা সেই স্বপ্নটা পূর্বের স্বপ্নে অনুপস্থিত ছিল। তাহলে তার সেই স্বপ্ন কি বাস্তাবায়ন হলো।
সব পেশাজীবিই তার নাগরিকের স্বপ্ন কেড়ে নেয়ার স্বপ্নে বিভোর , এখানে নৈতিকতার প্রশ্নে স্বপ্ন দেখা আজকাল বাধাগ্রস্থ।
আপনি যখনই একটি ভালোমানের স্বপ্ন দেখতে চাইবেন তখন আপনি একজন ভালোমানের মানূষ হযে যাবেন।
মনে রাখা দরকার স্বপ্ন দেখার মতো সাহসী মানূষ এখনো গড়ে উঠেনি।
স্বপ্নই হোক বেঁচে থাকার প্রেরণা।
সবার জন্য শুভ কামনা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।