আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ সৃষ্টির সেরা জীব,কিন্তু কালের পরিক্রমায় মানুষ পাশবিকতার উরধে চলে যাচ্ছে।

প্রতিটি অক্ষর মহাকালের দৈনিক খুব বেশিদিন আগের কথা না......। সপ্তা ২ আগে......। । উনিভারসিটিতে ওমেন অ্যান্ড জেন্ডার কোর্স এ প্রেজেন্টেশন দিতে গিয়ে যথা সাধ্য চেষ্টা করেছিলাম নারী সমঅধিকাররের দাবীকে অযৌক্তিক প্রমান করার......। ।

ক্লাস এ সেকি তুমুল তর্ক । হয়ত আমি পুরুষ অথাবা কোনো বাস্তব অভিজ্ঞতা নেই বলে সেদিন অনেক কথাই বলেছিলাম। কতটুকু ঠিক বা ভুল সেটা যাচাই করতে লিখতে বসিনি। কিন্তু কালকের ঘটনায় আসলেই অনেক কিছু মাথায় ঘুরছে...। ।

সমাজে নারীর অবস্থান আসলেই কোথায় এই প্রশ্নের উত্তর পেতে এখন আমাকে হাযার বার চিন্তা করতে হচ্ছে। উত্তর পাচ্ছি না। যেখানে সু শিক্ষিত মানুষ গুলোর মাঝে স্বাভাবিক মনুষত্ত নাই। । সেখানে সমাজের অন্যান্য স্তরের কথা বলাই বাহুল্য ।

গতকাল রাতে যখন জানতে পারলাম যে আমাদের প্রিয় ম্যাডাম গুরুতর আহত। প্রথমে কিছুতেই বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম একজন মানুষের পক্ষে এমন হীয় কাজ কিভাবে সম্ভব। পশু হাসান সাইদ এর কি একবার ও ফুটফুটে আনুশার কথা মনে পরেনি। উনি আমাদের সোসিওলজি ক্লাস নিতেন।

সামাজিক বন্ধন,পারিবারিক বন্ধন,আত্তসম্মান,পারস্পরিক শ্রদ্ধাবোধই ছিল যার বিষয় বস্ত। সেই ম্যাডাম ই আজ একটি পাশবিক ঘটনার স্বীকার। আফসোস হয়ত অনেকেরই আজকের দৈনিক এ ঢাবি শিক্ষিকার(রুমানা মঞ্জুর)(সহকারি অদ্ধাপক,আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ,ঢাকা বিশ্যবিদালয় ) স্বামীর হাতে মারত্তকভাবে আহত হবার খবরটি চোখে পরেছে...। প্রাথমিক কারন হিসেবে যেটা জানা যায় তা হল উচ্চা শিক্ষার্থে ম্যাডামকে বিদেশ গমনে বাধাদান। সেই বাধাদানের মাত্রা যে এমন হতে পারে সেটা অবিশ্বাস্য ।

সারা শরীরে প্রহার এবং ২ চোখ উপড়ে ফেলার চেষ্টা । একজন সুস্থ মানুষের পক্ষে কিভাবে সম্ভব এটা? পশু হাসান সাইদ এখন পলাতক...। ফুটফূটে আনুশা কেমন আছে? ওর মা যদি আর ওকে দেখতে না পায়?সুত্রমতে ম্যাডাম এর ২টি চোখ ই নাকি খুব গুরুতর আহত। সামাজীক হিসাবে এবং বাঙালি মধ্যবিত্ত হিসেবে চুপ থাকাটা আমাদের বদ অভ্যাসে পরিনত হয়েছে। সেই অভ্যাসের সুযোগে অসামাজিক পশুরা কালো বিষ ছড়িয়ে নষ্ট করছে হাযার হাযার মা বোনের জীবন।

ম্যাডাম কতটুকু সুস্থ হতে পারবেন জানি না ! কিন্তু আমাদের সবার ই নিজের মনকে একটি করে প্রশ্ন করা উচিত । আজ এই ঘটনা যদি আমার মায়ের ক্ষেত্রে হত?অথবা আমার বোনের ক্ষেত্রে। যেভাবে চুপ চাপ বসে আছি সেভাবে বসে থাকতে পারতাম? পারিবারিকভাবে ,সামাজিকভাবে নারীরা আর কত হেয়প্রতিপন্ন হবে?মধ্যযুগীয় বরবতার শেষ কোথায়.........। আমাদের বিবিকের দরজায় যে শুধু তালা লেগেছে তা নয়, বরং সেটায় এতই মরচে ধরেছে যে শিক্ষা,সমাজ,ও তথাকথিত সচেতনতা ও সেই ধুলি পরিষ্কার করতে পারে না। মনুসত্তের চাবি দিয়ে তা খোলার কি সময় আসেনি? নাকি কয়েকদিন পর আর ১০ টা ঘটনার মত ম্যাডাম এর বিষয়টাও ধামাচাপা পরে যাবে?যদি অপরাধীর যথাযথ বিচার না হয় আমরা কি আমাদের দায়িত্ত এড়িয়ে যেতে পারব?সামাজিক জীব হিসেবে ...।

মানুষ হিসেবে কি আমাদের এখন ই আত্যচিৎকারের সময় নয়। নাকি যেদিন নিজেদের সাথে এমন হবে? তখনি আমাদের উপলব্ধি হবে,তার আগে নয়? ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.