আমাদের কথা খুঁজে নিন

   

"আপনি একজন নিরাপদ ব্লগার" সত্যি দেখছি তো নাকি আমার চোখ খারাপ হয়ে গেল?

পশুরা পালায়, মানুষ রুখে দাঁড়ায়....... সামু তে যোগ দেই জুনের শেষের দিকে। এরপর থেকেই অপেক্ষা শুরু। কিন্তু সাত দিন পার হয়ে এক মাস হয়ে গেলও মডুদের কোন দেখা সাক্ষাৎ পেলাম না। মনটাই গেল খারাপ হয়ে। তার ওপর সামুর লগইন সমস্যাতো আছেই।

কিছু দিন পরপর লগইন হয় না। তাই রেগে গিয়ে সিদ্ধান্ত নিলাম, যা আর সামুতে আসবই না। ফলে গত এক মাস আমি সামুর মুখ দর্শন করি নি। আজ হঠাৎ কেন যেন মনে হল দেখি সামুর অবস্থা কি। কিন্তু লগইন করে স্তব্ধ হয়ে গেলাম ।

আমি নাকি নিরাপধ হয়েছি!(যদিও ঠিক কবে যে আমি অপরাধি ছিলাম মনে করতে পারছি না) ভার্চুয়াল জগতে আমি এতটা আনন্দিত কখন হইনি যতটা আজ হলাম। এ অনুভুতি ভাষায় প্রকাশ করার মত নয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.