ক্ষুধার্ত থেকো, বোকা থেকো।
তরূণ সার্জন Leonid Rogozov যখন নিজেই নিজের সার্জারী করে সংক্রমিত অ্যাপেন্ডিক্সটি অপসারণ করছিলেন,সেই সময়ের একটি মুহূর্ত।
১৯৬০ সালের সেপ্টেম্বর মাস।
অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত সোভিয়েত রাশিয়ার Novolazarevskaya রিসার্চ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করল ১৩ সদস্যের ৬ষ্ঠ সোভিয়েত অ্যান্টার্কটিক অভিযাত্রী দল। সেই অভিযাত্রী দলের একজন সদস্য তরূণ সার্জন Leonid Rogozov ।
বয়স মাত্র ২৭। এই অভিযান চলাকালীন একটি ঘটনাই ২৭ বছর বয়সী সার্জনটিকে পৃথিবী জুড়ে বিখ্যাত করে দিল।
Leonid Rogozov এই অভিযানের অংশ হতে পেরে অত্যন্ত উত্তেজিত। কিন্তু হঠাৎ করেই সামনে তার জন্য এক কঠিন সময় চলে আসল। পরের বছর অর্থাৎ ১৯৬১ সালের মার্চে পোলার উইন্টারের কারণে তুষারঝড় শুরু হল এবং আবহাওয়া অত্যন্ত প্রতিকূল হয়ে গেল।
এর ফলে অভিযাত্রী দল মোটামুটি বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ২৯শে এপ্রিল Leonid Rogozov জ্বরে আক্রান্ত হল এবং তার তলপেটের ডান পাশে(right iliac region এ) বেশ ব্যথা অনুভব করল। পরেরদিন ব্যথা ও জ্বর আরো বেড়ে গেল। তরূণ সার্জন বেশ চিন্তায় পড়ে গেল। সে বুঝতে পারল যে তার অ্যাপেন্ডিক্স সংক্রমিত হয়েছে।
যেটাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলে Appendicitis। দলে যেহেতু আর কোন ডাক্তার ছিল না এবং সবচেয়ে কাছের সোভিয়েত রিসার্চ স্টেশন Mirny প্রায় ১৬০০ কিমি দূরে অবস্থিত ছিল ও অন্যান্য দেশের রিসার্চ স্টেশনগুলোতে প্লেনের সুবিধা ছিল না , তাই শেষ পর্যন্ত সে নিজেই নিজের সার্জারী করে সংক্রমিত অ্যাপেন্ডিক্সটি অপসারণের সিদ্ধান্ত নিল। লোকাল অ্যানিস্থিসিয়ার(20 ml of 0.5% procaine) সাহায্যে ৩০শে এপ্রিল রাত ২ টার দিকে সে তার অপারেশন শুরু করল । অভিযানের সদস্য একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও একজন meteorologist তার হাতে মেডিকেল ইন্সট্রুমেন্ট সরবরাহ করে ও তার পেটের উপরে একটি আয়না ধরে রেখে তাকে সাহায্য করল। এভাবে আধাশোয়া অবস্থায় কখনো আয়নাতে দেখে আবার কখনো বা হাত দিয়ে ধরে অনুভব করে তরূণ সার্জন নিজেই নিজের সংক্রমিত অ্যাপেন্ডিক্সটি অপসারণ করে অপারেশনটি সম্পন্ন করে ফেলল।
সময় লাগল প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট। ৪ দিন পর তার শরীরের excretory function স্বাভাবিক হল এবং ৫ দিন পর তার শরীরের তাপমাত্রা নরমাল হল। এক সপ্তাহ পর সে অপারেশনের সেলাই খুলে ফেলল এবং দুই সপ্তাহ পর সম্পূর্ণ সুস্থ হয়ে সেই তরূণ সার্জন আবার তার অভিযাত্রীদের সাথে যোগ দিল।
তরূণ সার্জন Leonid Rogozov যখন নিজেই নিজের সার্জারী করে সংক্রমিত অ্যাপেন্ডিক্সটি অপসারণ করছিলেন,সেই সময়ের একটি মুহূর্ত।
সেন্ট পিটার্সবার্গ মিউজিয়ামে এই অপারেশনের ইনস্ট্রুমেন্টগুলো এখনো সংরক্ষিত আছে।
১৯৬১ সালে Leonid Rogozov ''the Order of the Red Banner of Labour'' পুরস্কারে ভূষিত হন। তিনি পরবর্তীতে esophageal cancer এর উপরে পিএইচডি করেছিলেন। এই বিখ্যাত ডাক্তার ২০০০ সালের ২১শে সেপ্টেম্বর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।
Surgeon Leonid Rogozov (১৯৩৪-২০০০) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।