আমাদের কথা খুঁজে নিন

   

সার্জন ছাড়া অপারেশন নয়: হাইকোর্ট

দেশের সব হাসপাতালগুলোতে সার্জন অথবা মেডিকেল অফিসার ছাড়া কোনো অস্ত্রোপচার বা অপারেশন না করার নির্দেশনা জারি করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে  হাসপাতাল বা চিকিৎসাকেন্দ্রে  উন্নত স্বাস্থ্যসেবা বিষয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ  নির্দেশ দেন।

নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও সম্পাদক, রাজশাহী মেডিকেলের পরিচালক ও রেজিস্টারকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সম্প্রতি ‘স্বাস্থ্য নেশা চিকিত্সা সেবা: চিকিত্সকেরা ব্যস্ত রাজনীতি ও দলবাজিতে, অপারেশনের ছুরি-কাঁচি ওয়ার্ডবয়দের হাতে’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়।

রাজশাহী মেডিকেলে ওয়ার্ডবয়রা অস্ত্রোপচার করছে এমন তথ্যসহ ওই প্রতিবেদন যুক্ত করে গত সপ্তাহে হাইকোর্টে রিট করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।

রাজশাহী মেডিকেলের ওই ঘটনা তদন্ত করার জন্য এক সপ্তাহের মধ্যে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটিকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি আগামী চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার ব্যাখ্যা জানাতে রাজশাহী মেডিকেল কলেজের পরিচালক ও রেজিস্ট্রারকে ৫ মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.