আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম গ্রহণকারী সার্জন ডঃ লরেন্স বি ব্রাউনের কথা

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন]
ডঃ লরেন্স বি ব্রাউন একজন আমেরিকান সার্জন, লেখক ও ঔপন্যাসিক। তিনি বেশী পরিচিত তার থ্রিলার ও ফিকশন ধর্মী উপন্যাস The Eighth Scroll এর জন্য যা প্রকাশিত হয় ২০০৭ সালে। তিনি আমেরিকার বিমান বাহিণীতে ophthalmologist হিসেবে সম্মানের সাথে আট বছর চাকরী করে অবসর গ্রহণ করেন।

এছাড়াও তিনি সৌদী আরবের প্রধান চক্ষু কেন্দ্রের মেডিকেল ডিরেক্টর। তিনি কর্ণেল ইউনিভার্সিটি, ব্রাউন মেডিকেল স্কুল ও জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হসপিটালের রেসিডেন্সী প্রোগ্রাম থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। তিনি cataract এবং refractive সার্জারী বিষয়ে বিশেষজ্ঞ। তার ইসলাম গ্রহণ করার কাহিণী বেশ চমৎকার এবং বিশ্বাসী ও অবিশ্বাসী উভয়ের জন্য শিক্ষণীয়। আমি কাহিণীটি সংক্ষিপ্ত আকারে পাঠকদের জন্য না উল্লেখ করে পারলাম না।

১৯৯০ সালের ১০ই অক্টোবরে তার দ্বিতীয় মেয়ের জন্ম। কিন্তু বাচ্চাটির স্বাভাবিক জন্ম হয়নি। বাচ্চার অবস্থা দেখে ব্রাউন হতাশ হয়ে পরেন। বাচ্চাটির বুক থেকে পায়ের পাতা পর্যন্ত নীলাভ বর্ণ ধারণ করে। তার শরীরে রক্তের অভাব দেখা দেয়।

একজন ডাক্তার হিসেবে তিনি খুব সহজেই বুঝতে পারেন যে তার মেয়ের অপারেশন করতে হবে। কনসালট্যান্ট এসে যখন তার মেয়ের পরীক্ষা করছিল তখন তিনি হাসপাতালের প্রার্থণা কক্ষে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থণা করেন এই বলে যে ঈশ্বরের অস্তিত্ব যদি সত্যিই থাকে এবং তিনি যদি তার মেয়েকে সুস্থ করে দেন তাহলে তিনি ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য ধর্মের অনুসরণ করবেন। পনের মিনিট পর ফিরে এসে কনসালট্যান্টের কাছ থেকে জানতে পারেন যে তার মেয়ে সুস্থ হবে এবং পরবর্তী দুই দিনে কোন ওষুধ ও অপারেশন ছাড়াই তার মেয়ের অবস্থার অবিশ্বাস্য উন্নতি হয়। পরবর্তীতে তিনি তার প্রার্থণার কথা মনে রেখেই খ্রীস্টান, ইয়াহুদী ও ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন এবং নিশ্চিত হোন মুহাম্মাদ (সাঃ) ই সেই শেষ নবী যার ভবিষ্যত বাণী করা হয়েছে খ্রীস্টান ও ইয়াহুদী ধর্মে। তারপর তিনি ইসলাম গ্রহণ করেন।

তার ইসলাম গ্রহণ করার কাহিণী আরো বিস্তারিত জানতে Click here। ডঃ লরেন্স বি ব্রাউনের মতে নাস্তিকদের ব্যর্থতা হচ্ছে স্র্রষ্টার অস্থিত্ব যে আছে তা তাদের অনুভব করার অক্ষমতা। তিনি ধর্মীয় বিষয়ে অসংখ্য আর্টিকেল লিখেছেন। তার গবেষণাধর্মী কাজ অনলাইনেও পাওয়া যায়। নাস্তিক,এগনস্টিক ও মূর্তি পূজারীদের জন্য http://www.realityofgod.com/ লিঙ্কটিতে এবং ইয়াহুদী ও খ্রিস্টানদের জন্য http://www.truetojesus.com/লিঙ্কটিতে তার গবেষণাধর্মী কাজের বিস্তারিত বিবরণ পাওয়া যাবে।

এছাড়াও তার আরো গবেষণাধর্মী কাজের বিবরন পাওয়া যাবে প্রধান সাইটhttp://www.leveltruth.com এ। এই সাইটগুলো থেকে pdf ও doc ফরম্যাটে তার আর্টিকেলগুলো ডাউনলোড করা যাবে। বিঃ দ্রঃ পোস্টির সাথে The Deen Show এ প্রচারিত তার একটি সাক্ষাৎকার যুক্ত করা হলো। The Deen Show ধারণকৃত তার সবগুলো সাক্ষাৎকারের জন্য Click here। তথ্যসূত্রঃ http://www.leveltruth.com/ http://www.leveltruth.com/index.html http://www.realityofgod.com/ http://www.truetojesus.com/ http://en.wikipedia.org/wiki/Laurence_B._Brown http://en.wikipedia.org/wiki/The_Eighth_Scroll http://eighthscroll.com/
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.