আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্যুর পর

আজ থেকে শত সহস্র বছর পরে দাঁড়িয়ে মেঘের কোনে ডাকবো তোমায়,শুনবে কি? কাছে টেনে নেবে কি? হয়ত মানুষের বেশে নয় হয়তবা ধুসর মেঘের হয়ে ডাকবো তোমায় কাছে,প্রবল অনুভূতিতে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ব তোমার দুচোখে। সারাদিন বৃষ্টিতে ভিজবে তুমি করবে আমায় স্মরন দূরে বসে শুধুই আফসোস করব কেন হয়েছিলো মরন? কেন বিধাতা আমাকে বাঁচিয়ে রাখলেন না? কেন তোমার হাতটা ধরে বৃষ্টিতে, গুনগুনিয়ে গেয়ে উঠতে পারলাম না? তোমাকে দেখে ইচ্ছে করবে আমার হাটদুটো ধরি তোমার বৃষ্টিতে ভিজি দুজন একসাথে, হেঁটে চলে যাই সুদূরে যেখানে থাকবেনা কোন কোলাহল,শুধু আমরা দুজন ভালোবাসায় হবো মাখামাখি। কিন্তু যেটা সম্ভব নয় তা তো ভাবা উচিতনয়। তোলা থাক আমার সবটুকু কল্পনা প্রতিটি মুহুর্তের ভালোবাসা। এক চিলতে মুখের হাসি।

দূর থেকেই দেখবো তোমায় বৃষ্টিস্নাত আমার রাজকন্যা ভিজছে একা একা,রাজকুমারকে ছাড়া । কাঁদছে বসে তার রাজকুমার ফেলছে দীর্ঘশ্বাস। তার উদ্দেশ্য আমার লেখা চিঠি আজো আছে আমার বুক পকেটে কিছুটা অংশ মলিন হয়ে গেছে পড়া যাচ্ছে না। পায়রার গলায় বেধেঁ দেব সে চিঠি পাঠিয়ে দেব তোমার ঠিকানায় পৌছে যাবে তোমার কাছে। চিঠিটা পড়ে,যদি ভালো না লাগে ফেলে দিও,নয়ত পুড়িয়ে দিও,বাষ্প হয়ে চলে আসবে আমার কাছে।

সবটুকু আবেগ আজ তোমায় দিয়ে অসাড় এ দেহ বুঝেনা কিছু,শুধু তুমি ছাড়া। মৃত্যুর আগে হয়নি দেখা। তো কি হয়েছে? জেনে রেখো,তোমার রাজকুমার তোমারই অপেক্ষায় আছে বসে দূরের মেঘে মিশে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.