আমাদের কথা খুঁজে নিন

   

একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যুর অপেক্ষা......./ শেখ রহিম

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

একটি মৃত্যুর জন্য আরেকটি মৃত্যুর অপেক্ষা যে অপেক্ষার অদৃশ্য স্বপ্ন যেখানে একটি স্বপ্নের মৃত্যু হয় যে মৃত্যু অনাকাংক্ষিত.....! নিস্তব্ধ রাত! নরপশুরা সজাগ কি যেন অস্পষ্ট সূর ভেসে আসছে দক্ষিনা হাওয়ায়! রাতের গভীরতায় ঘোলাটে অন্ধাকার কিছুই দেখা যায় না যেন অদৃশ্য ছায়াপথ......! জনি! মায়ের স্নিগ্ধ পরশে যার বেড়ে উঠা যেখানে তার স্বপ্নের মধ্যমণি তার মা কিন্তু এই মধ্যমণি যে আর নেই যার মৃত্যুভাবনা , যে উপলব্ধি সে বোঝার বয়সের সীমানা তার হয়নি। রাতের আধারে কিছু ঘাতক জনির মাকে নিশংসভাবে হত্যা করে লাঘাটা নদীর পাশে ফেলে যায়! মায়াবোধহীন পাথরের মানুষগুলো ফেলে যায় গৃহবধুর এক বছরের শিশু জনিকেও। ঘাতকদের আত্নার শব্দ তারা শুনতে পায় না শুনতে পায়না শিশুটির করুণ কান্না যে কান্নার আওয়াজ , শব্দ শুনতে পায় ঐ আকাশ-বাতাশ। যার পাশেই লাঘাটা নদী যে নদীও শুনেছে ঐ করুণ সুর। আমরা খবরওয়ালাও শুনেছি সেই সুর ! আমাদের ক্যামেরার ল্যান্স প্রতিটি লাইন প্রতিটি বাক্য প্রতিটি শব্দ ! ছবিসূত্র : ভাস্কর দা'র ব্লগ থেকে নেয়া। ----------------------------------------------------------------------------------- জনিরা জলে উঠুক প্রতিশোধের আগুনে........../ভাস্কর চৌধুরী ----------------------------------------------------------------------------------- ( ব্লগার ভাস্কর চৌধুরীর উৎসাহে আমার লেখার ক'টি লাইন। যে শব্দের যোগ বিয়োগ আমি দিয়েছি সেই ভাস্কর দাকে আমার সশ্রদ্ধ সালাম)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.