আমাকে কেন তুমি লুকিয়ে রেখেছো পরিসংখ্যানে? গল্প কি লুকোনো যায়? রয়ে যায় আখ্যানে। না হয় আমি রইলাম বোবা, নামপরিচয়হীন; কী করে লুকোবে তুমি— মৃত্যু, ও রক্তের দিন? পুড়ে যাওয়া অঙ্গে আমার— আহত ধর্মালয়, রক্তমাখা মাটির ফসল, সব মিশে রয়। তুমি— আমাকে অস্বীকার করে পরিসংখ্যানে, যে সত্য লিখেছো, তাও রবে অখ্যানে। ০৮.০৬.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।