"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
আড়াল
স্বপ্নের বেণী গেঁথে আহ্লাদী ঘুম যখন ফিতে বাঁধে নরম বালিশে,
আমার ইচ্ছেরা সব চাদর সরিয়ে ঘাম জড়ো করে তোমার কপালে।
আমার নিঃশ্বাসে তখন শাপলা দোলে। তারাভরা রাতে দীঘির সমস্ত
জল শুষে নেয় তৃষ্ণার্ত মাছ। শৈবালে আটকে থাকে কিছু ক্লান্ত সময়;
ভোরের প্রতীক্ষায় টিকটিকি লেজ নাড়ে আস্তর খসেপড়া রুক্ষ দেয়ালে।
জানালার পর্দা ঠেলে নির্লজ্জ রোদ এসে উঁকি দেয় গোপন সিথানে-
এলো মেলো বিবস্ত্র সময় আড়াল খোঁজে, আমারই চোখের পাতায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।