আমার কি আছে , অথবা কি ছিল,ফুলের ভিতরে -বীজের ভিতরে যেমন আগুন.....
একটুখানি আড়াল দিও আমায় তুমি।
জলের ওপর ছোট্ট ডিঙী একটু না হয়
ভাসিয়ে দিলাম স্বাধীন স্রোতে,
কিংবা কোথাও ভিড়িয়ে রাখি-
ঝোপের কোণে - সংগোপণে ।
একটু সময় চেয়ে নিয়ে তোমার থেকে -
একলা ফড়িং খুজে ফিরুক
শক্তডগা ঘাসের আসন ।
জলের তলে উদাস দুপুর
মাছের ঘরেও বিবশ কাটুক ।
জলপোকাটা নিরাপদে
ফিরুক ঘরের অপেক্ষাতে ।
মেঘের ভারে নেমে আসুক আকাশ নীচে
গভীর জলের ছায়ায় খুজুক -
নিজের ছবি মুগ্ধ চোখে ।
একটুখানি আড়াল থেকে তেমনি করে
খুজতে দিও আমায় তুমি-
তোমার কাছে ফিরে আসার অলিগলি ।
দেখতে দিও- একলা পথের বাঁকে বাঁকে
তোমায় ঘিরে আকুলতা
কোন গভীরে কাঁপতে থাকে
সবার বুকের অলিন্দতে ।
তুমি যখন হাত বাড়িয়ে বসে থাক-
আমায় চেয়ে ,
আমার কেমন শ্লাঘা জাগে
নিজকে ভাবি ভীষন দামী তোমার চেয়ে !
এমন মূঢ় ভ্রান্তি থেকে মুক্তি দিতে
একটুখানি আড়াল দিও আমায় তুমি।
দেখতে দিও- মেঘের ভেলায়
কতখানি ভ্রমন শেষে
জল ভেসে যায় অঝোর ধারায়-
আছড়ে পড়ে জলের বুকে ।
*******************
কবিতাটি অনেক আগে প্রকাশ করা হলেও কোনো কারনে আমার ব্লগ থেকে মুছে গেছে । আবার পোষ্ট করলাম । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।