আমাদের কথা খুঁজে নিন

   

আড়াল

আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........

বহু দিন পর আজ আমি শহরের ব্যস্ততা ভুলে চলে গিয়েছিলাম অজানা কোন নদীর তীরে, দেখেছি নয়ন ভরে শান্ত প্রকৃতিরে; নির্ঝরিনীর নন্দিত কল্লোলে আমি খুজে পেয়েছি সৌম্যতা স্নিগ্ধতা আমার প্রতিটি রক্তবিন্দুকে স্পর্শ করে রেখেছিল। উপরে সুনীল আকাশ যেন রুপসী মেয়ের নীল নয়নের মত, শান্ত প্রকৃতি যেন মায়ের মুখের অমলিন হাসি হেসে আমায় ডাকছে। কলকল শব্দে দু'কান আমার ভরেছে আজ নরম ঘাসের কোমল ছোয়ায় যন্ত্র প্রান আজ খুজে পেয়েছিল অকৃতিম মোহনীয়তা। ভুলেছিলাম আজ আমি আমারে খুজেছিলাম নিজের আড়ালের আমিকে পেয়েছি আমি তাকে সামনের নদীর পাড়ে দাড়িয়ে থাকা ছোট ছোট গাছের মতই সে যে আমার মনের আড়ালেই দয়ন্ডায়মান ছিল দেখিনি কখনও তাকে কারন আমি খুজিনি তাকে। প্রকৃতি আমায় বেধেছিল কিছু সময় মায়ায় আচলে তবুও ফিরতে হলো আমায় শিশিরে দু'চোখ ভিজিয়ে। তবুও আমি যাকে খুজে পেয়েছি তারে যাব না ভুলে পারবনা তাকে মুছে ফেলতে অভিন্ন সত্তাকে আমি চিনেছি দেখেছি তাকে এই প্রকৃতির মাঝে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।