গতকাল তুমি মরে যাবে
হিসেব নিকেষশূণ্য মূল্যহীন গননণাহীন,
আমি বেঁচে যাবো সম্ভবনাহীন ভবিতব্য
আজকাল আমরা মরছি ফুটপথ, ডাস্টবিন
আগামীকাল হয়েছিল পুনরাবৃত্ত মৃত্যু;
উপন্যাস, কবিতা লাল নাটক জুড়ে
রিহার্সেল, সংলাপ
মৃত্যু প্রতীক পাঠ করি যৌবন।
পৃথিবীর বুক জুড়ে বিশদ্ধ অভিনেতা
ক্লাউন তুমি মৃত্যুর।
গতকাল তুমি মরেছিলে, আমি বেঁচে
আজকাল সে মরে যাচ্ছে, আমরা বেঁচে উঠছি
আগামীকাল আমরা সকলেই মরেছিলাম
কিংবা মরে যাবো।
ক্রমশ মৃত্যু দুঃসংবাদে
নিকটতম ঘনিষ্ঠতায় মুখোমুখি আমাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।