আমাদের কথা খুঁজে নিন

   

আমি হারিয়ে যাই

আমি হারিয়ে যাই
************* পরিবেশ বন্ধু

মাঝে মাঝে আমি হারিয়ে যাই , শুন্য থেকে মহাশুন্য
নিজেকে মনে হয় ফানুস ঘূর্ণি অভিমুন্য ।
হাওয়ায় ভেসে কোন দূর অজানায়
আকাশের সাত রঙে মিশে কোন গোধূলি বেলায় ।
মাঝে মাঝে আমি হারিয়ে যাই ঘন অরন্য
চির সবুজের পত্রালিকায় মিশে হয়ে উদাসিন বন্য ।।
যেখানে মেঘ হাওয়ায় আবেশে দুলে
রঙ ধনু সাজে দুতি ছড়ায় আকাশ নিলে ।।
মাঝে মাঝে আমি হারিয়ে যাই স্বপ্নের বাধ ভেঙ্গে
পথ হারানো কোন পথিকের সঙ্গে
মাঠের দূর্বাঘাসে শিশিরের কনায় , মুক্তার মালায়
নিজেকে দেখি কোন ঝর্ণার ছায়ায় ।।
মাঝে মাঝে আমি হারিয়ে যাই সাগরের গর্জনে
ঢেউ এর দুদুল্যমান সফেদ ফেনিল আবরণে
পাহাড় , পর্বত ছুয়ে যত কিছু রয়
সবি আমার সনে মিতালি গড়ে চুপি চুপি কথা কয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.