লেখা দেখুন; লেখককে নয় ।
এরশাদ চাচাকে আমার শিরাম লাগে। রাজনীতির ময়দানে সবচেয়ে মজার খেলোয়াড় মনে হয় চাচাকেই । ৮০র উপরে বয়স; তারপর ও কি স্মার্ট ! কয়েক মাস আগেও চাচার নতুন বিয়ে নিয়া একটা মৃদু আলোড়ন তৈরি হইসিলো । তা আপনি করতেই পারেন, আপনার ত শফি হুজুরের কথামত "ধ..ঙ্গ বিমার" নাই।
আর কয়জন পারে এই বয়সেও এরকম দুষ্টুমি করতে ?রওশন, বিদিশা,জিনাত ; লিস্ট তো বহুত লম্বা। চাচার ক্যারিশমা যে এখনো কমে নাই তার প্রমাণ হইলো, যে দুই মহিলা একসাথে ৯০ এ তার বিরুদ্ধে আন্দোলন করলো ; তারাই এখন তাকে দলে পাইতে চায়। একজন ভয় দেখায়, দল ছাড়লেই মামলা দিয়া ভিতরে ঢুকাই দিব; আরেকজন ভয় দেখায় সামনের বার আমরাই আসতেসি ক্ষমতায় ; তখন ধরে দেবানে। চাচায় পরসে বিপদে , কোনদিকে যাইব?
চাচা, সত্যি বলতেসি ; আপনি এবার একা নির্বাচন করেন, আর কেউ দিক বা না দিক, আমার ভোটটা আপনারেই দিব। ময়-মুরুব্বিরা এখনো বলে; এরশাদই ভাল চালাইসিল ।
বিভাগীয় শহরগুলার যে আজকে এত চাকচিক্য তার অনেকটাই আপনার অবদান। দরকার হইলে জাকের পার্টি, খেলাফত মজলিস , তরিকত ফেডারেশন , মুসলিম লীগ ইত্যাদি নলা দলগুলা নিয়া আরেকটা জোট বানাই ফেলেন । যে যত মামলার ভয় দেখাক কিচ্ছু গায়ে মাইখেন না (অবশ্য আপনি এম্নিতেও এগুলা কিছু গায়ে মাখেন না ) । আরেকবার বুড়া হাড়ের ভেল্কি দেখাই দেন। আর যদি যাইতেই হয়, যেকোনো এক জোটে যান।
একবার এরে দোয়া দিবেন , আরেকবার তারে সমর্থন দিবেন, এইরকম চুদুরবুদুর চইলত না। দল এম্নিতেও এখন পর্যন্ত ৫ বার ভাংসে, আর ভাংলে উপায় নাই। বরং আনোয়ার হোসেন মঞ্জুর কে দলে নেন, দল শক্ত হবে। গাজীপুর নির্বাচনে আপনার দলের ২ জন কাউন্সিলার, এর থেকেই প্রমাণ হয় এখনো কিছুটা জনপ্রিয়তা আছে।
(যদিও দুষ্টু লোকেরা বলে আপনাকে ভোট দিলে নুর হোসেনের রক্তের সাথে বেইমানি করা হবে; এইসব দুষ্টুদের দুষ্টামিতে কান দিবেন না।
ক্ষমতায় যাইতে হলে এরকম কত নুর হোসেনের লাশ পাড়াইতে হয়। এসব কেউ মনে রাখে না। এদেশে কোন কিছুই ৫ বছরের বেশি টিকে না; সেখানে এইটাত প্রায় ২ যুগ আগের কথা । )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।