আমাদের কথা খুঁজে নিন

   

চাচা ও ঈদ!

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!
চাচাজানের হারিয়ে গেছে পাজামাটার ফিতে, ফেঁসে গেছেন চাচা এবার কঠিন মুসিবতে। ঈদের জামাত আটটা বেজে দশে, চাচা একাই আছেন ঘরে বসে। পাচ্ছে না কেউ বলছে সবাই এসে, চাচা রেগে পাজামাটা গিট্টু দিলেন কষে। সিজদা দিয়ে উঠে চাচার চক্ষু দুখান তাক, পাজামাটা পায়ের কাছে, বাকিটা আজ থাক। গিট্টু গেছে খুলে একটু খানি ভুলে।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।