মৃত্যু বলে কিছু নেই..তুমি যাকে মরণ বল..সে শুধু মারবে তোমাকেই.. মহাবিশ্বের সমান বয়েসী হয়ে শুধু কি খুঁড়ে যাব ইতিহাস? টুকে যাব পথে যা যা কুড়িয়ে পেলাম? যে পথ বাঁধা আছে অজানায় সে পথে হেঁটে যাব চোখ বুঁজে? কত কিছু ধরা পড়ে বিকশিত মগজে রং-রূপ-রস-গন্ধ-স্পর্শ-ধ্বনি কী আনন্দে খেলা করি চেতনে-অবচেতনে! আহা! কত কী না পেয়েছি কোটি বছরের দ্বন্দ্বে, শ্রমে, সংঘর্ষে, মিথস্ত্রিয়ায়! তা কী চেখে দেখে নেব না স্বাদ? যুগ-যুগান্তের অর্জিত ঐশ্বর্য বিনিয়োগে পাব না কী খুঁজে, মানুষের পথ? নিজের ভেলায় ভেসে ভেসে নিজেদের বাঁধানো ঘাটে ভিড়তে কী পারব না আজো এত দিন পরে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।