http://www.facebook.com/reyad.parvez.3 রাত্রি যে হঠাত্ যায়রে থামিয়া, নক্ষত্রের আলো কে লয় কাড়িয়া, কে লয় দূরত্ব নিবিড় করিয়া, যোজন যোজন ধরে, সেকি আর বলার আশা- আমার গন্তব্য বহুদূরে. আকাশ,নদী অন্ধকারে- উঠিবে অকস্মাত্ বুকের গভীরে, শূণ্যতারই ঢেউ, অনুভব হইবে মহান বেদনার, নেই তুমি ছাড়া আর কেউ. অন্ধকার যে হঠাত্ যায় রে চলিয়া, আলো আসে নক্ষত্র মিলাইয়া, কে লয় দূরত্ব নিবিড় করিয়া, যোজন যোজন ধরে, সেকি আর বলার আশা- আমার গন্তব্য বহুদূরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।