আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

গন্তব্য/ শেখ জলিল ভুলেভালে ভরা এ জীবন চলছে ভালোই হা-হুতাশ নেই কোনো- দুঃখের দরিয়াও ভরছে সুখের জোয়ারে! যদি দেখি যাচ্ছে দূরে কোনো পানশী ঘাটের সহসাই চড়ে বসি খুশি মনে যদিও গন্তব্য পাই না খুঁজে শেষের কী বা আসে যায় তাতে- এইতো জীবন চলছে ভুলভাল পাটের। এক জীবনে কতোজনেই বা বাসবে ভালো এক নয়নে কতোটুকুই বা দেখবো আলো! এইভাবে পৃথিবীর রূপরস গন্ধ দেখি রাতদিন আঁধারের কালো এসে দাঁড়ায় সমুখে যদি কানে কানে বলে যায় ঐ একই কথা- 'যায় না ঘুমানো জেনো একসাথে দশ ঘরে যায় না বেড়ানো জেনো একসাথে দশ কারে তোমার ওঠার দোলনা শুধু একটাই তোমার শোবার জমিন ঐ সাড়ে তিন হাত!' ২৯.০৮.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।