আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য



তোমায় যদি দেই ফিরিয়ে সেই পনেরোটি বছর তুমি কি ঠিক আগের মতই হিসেব কষে কষে হাঁটবে সঠিক পথটি ধরে? নাকি ভুল করবে? পিছলে গিয়ে হোঁচট খাবে, পা বাড়াবে ভুল পথটি ধরে। সঠিক পথে হেঁটে হেঁটে এসেছ এই সব পেয়েছির দেশে। পেছন ফিরে দেখ আবার অংক কষ। ভুল পথটি ও থামতো না কি এই এখানে এসে?? ২২শে ডিসেম্বর, ২০০৯ আজো খুঁজি তোমার হাতে গোলাপ ছিল উদাস চোখে আমি- ভেবেছিলাম স্বর্গ ওটা তাই গোলাপ ফুটে আছে। আজ বললে যখন এসে অমন গোলাপ শুধু আমার জন্য ফোঁটে। মাটির নীচে অর্ধমৃত জেগে উঠে সেই গোলাপ খুঁজি আজো । ২২শে ডিসেম্বর, ২০০৯।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।